সুরমা টাইমস ডেস্ক :
চারুকলায় বৈশাখের শোভাযাত্রার র্যালির অনুসঙ্গ পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, “ফ্যাসিবাদের অনুসারীরা এই অপকর্ম করেছে। তারা মূলত ‘জুলাই বিপ্লব’কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।”
গত শনিবার (১২ই এপ্রিল) দুপুর ২টায় সিলেট সার্কিট হাউজে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফারুকী বলেন, “যারা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়েছে, তারা আমাদের ঐক্যে বিভাজন তৈরি করতে চায়। কিন্তু জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্যের শক্তিতেই এসব অপকর্মের মুখ্য জবাব দেওয়া হবে।”
তিনি জানান, সরকারের পক্ষ থেকে এই ঘটনায় স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “এবার পহেলা বৈশাখে সব ধর্ম, জাতি, পেশা ও শ্রেণির মানুষের অংশগ্রহণে দেশব্যাপী একটি মহাউৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাতে মানুষ নতুনভাবে বাংলাদেশকে চিনতে পারে।”
তিনি আরও বলেন, “চৈত্র সংক্রান্তির ছুটি ও পহেলা বৈশাখে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো শঙ্কা নয়, উৎসবমুখর পরিবেশেই বৈশাখ উদযাপন হবে।”
ফারুকী তাঁর সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, “এই পরিস্থিতিতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।
যারা ঐক্য চায় না, তারা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আমরা উৎসবের মাধ্যমে তাদের জবাব দেব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।