সুরমা টাইমস ডেস্ক :
অন্য জাতের ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ায় এক তরুণীকে খুন করার অভিযোগ উঠলো তার বাবার বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি ‘সম্মানরক্ষার্থে’ হত্যা (অনার কিলিং)। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুরে।
গত বুধবার (৯ই এপ্রিল) বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম সাক্ষী। গত ৭ই এপ্রিল তাকে খুন করে বাড়ির মধ্যেই একটি অব্যবহৃত বাথরুমে মরদেহ ঢুকিয়ে তালাবন্ধ করে রাখা হয়।
পুলিশ জানতে পেরেছে, অন্য জাতের এক যুবকের সঙ্গে প্রেম ছিল সাক্ষীর। পাশের গ্রামেই থাকেন তিনি। সেই যুবকের সঙ্গে গত ৪ঠা মার্চ পালিয়ে গিয়েছিলেন সাক্ষী। তারা দু’জনে একসঙ্গে কলেজেও পড়তেন।
সাক্ষীর মামা বিপিন কুমার জানিয়েছেন, দিল্লি পালিয়ে গিয়েছিলেন তারা। পরে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা হয়।
এই ঘটনায় সাক্ষীর বাবা মুকেশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ।