শাহরুখের সঙ্গে নিজের তুলনা!

সুরমা টাইমস ডেস্ক :

উর্বশীর বক্তব্য মানেই মজার খোরাক। মাঝে মাঝে তিনি এমন কিছু মন্তব্য করে বসেন, যা মানুষের হাসির খোরাক হয়ে যায়।

কখনও তিনি বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করেন কখনও আবার নিজের মন্তব্যের কারণে নিজেরই ক্ষতি করে ফেলেন।

এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে পড়লেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত শাহরুখ। তার ছবির প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে।

উর্বশীর দাবি- এ বিষয়ে শাহরুখের পরেই তার অবস্থান। তার এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশীকে যখন জিজ্ঞাসা করা হয়, অনেকেই মনে করেন, অভিনেত্রী খুব আত্মমগ্ন হয়ে থাকেন সব সময়।

 

এই প্রশ্নের প্রতিক্রিয়া দিতে গিয়ে উর্বশী বলেন, ‘মানুষ যদি এমন কথা বলেন তাহলে মানুষ কিন্তু এও বলেন, শাহরুখ খানের পরে আমি সেরা প্রচারক। `ডাকু মহারাজ’ ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে একটি, আমি আইএমডিবি’র এক নম্বর তারকাও হয়েছি।’

 

উর্বশী আরও বলেন, ‘ডাকু মহারাজে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলাম। আমি নাচের থেকে বেশি আমার অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছিলাম।

 

আমি কেবলমাত্র আমার চরিত্রকে অনুসরণ করেছি এবং তার ফল আমি হাতেনাতে পেয়েছি। আপনি যদি আমার চোখের দিকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটি সিংহীর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছি আমি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।