উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে- অধ্যক্ষ মো. ফয়জুল হক

সুরমা টাইমস ডেস্ক :

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। উচ্চ শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের স্মার্ট, চিন্তাশীল ও মনোযোগী হতে হবে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড ও শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পাঠ্যবইয়ের আলোকে প্রতিটি বিষয়কে গুরুত্বসহকারে রিভিশন দিতে হবে। পাশাপাশি যেসকল বিষয়ে নিজের দুর্বলতা রয়েছে, সে বিষয়গুলো সম্পর্কে বিশেষ পরামর্শ ও সহায়তা নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের সুস্থতা ও পড়াশুনাসহ সার্বিক বিষয়ে বিশেষ যত্ন নেওয়ার নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক প্রভাষক সাইফুর রহমান।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।