সুরমা টাইমস ডেস্ক :
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ডাকে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫ইং) দুপুরে, বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে সর্বস্তরের তাওহীদ জনতাকে সাথে নিয়ে মিছিলটি বের হয়ে মধ্যবাজারে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী।
এসময় তিনি বলেন: ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর গণহত্যা বিশ্ব মানবতার জন্য কলঙ্ক। আসুন আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে আওয়াজ তুলি এবং ইসরাইলি পণ্য বর্জন করি।
এসময় জমিয়ত নেতৃবৃন্দ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লিগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার ব্যবস্থা নিতে আহবান জানান।
বিক্ষোভ মিছিলে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান,
বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান,উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ রুহুল আমিন খান, মাও, আব্দুল হামিদ খান, এড, মাও, হাবিবুর রহমান, মাওলানা আব্দুল করিম, ব্যবসায়ী গোলাম রেজা তুফা,
প্রভাষক মাও, শিহাব উদ্দিন, হা, যুবনেতা দিলওয়ার হুসাইন, মুফতি আব্দুল্লাহ আল মামুন, হা, আব্দুল ফাত্তাহ, মুস্তফা আহমদ শাহীন, সাবেক ছাত্রনেতা হা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, হা, উবায়দুল্লাহ, মঞ্জুরুল হাসান, ছিদ্দিক আলম, কামরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সভা শেষে পৌর ছাত্র জমিয়তের উদ্যোগে পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলে পণ্য বর্জনের লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।