কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২জন গ্রেফতার

গত ০৬/০৪/২০২৫ খ্রিঃ অনুমান ০৭ :৩০ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ ও এএসআই (নিঃ)/ ইলিয়াস রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ পোস্ট অফিসের প্রধান গেট হতে  ধৃত আসামি ১। ওজিমুল রহমান (৩০) পিতা আব্দুল সাত্তার,  মাতা- ফাতেমা খাতুন,  সাং-কুরি কাহনিয়া থানা -ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান কানিসাইল ১নং রোড, থানা-শাহাপরান জেলা- সিলেট‘কে ২৫ (পঁচিশ)  পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক) রুজু হয়।

অপরদিকে, ০৬/০৪/২০২৫ খ্রিঃ অনুমান ০১ :১০ ঘটিকায় কোতোয়ালী মডেল  থানাধীন বন্দরবাজারস্থ  পেপার পয়েন্ট হতে  ধৃত আসামি ১। মো রহিম  (৪০) পিতা আব্দুল হান্নান,  মাতা- হালিমা খাতুন,  সাং – ৯/১ আখালিয়া, নেহারি পাড়া,  থানা- জালালাবাদ, জেলা-সিলেট‘কে ৫৩(তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

 

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৬, তারিখ-০৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক) রুজু হয়। আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।