সুরমা টাইমস ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সীরাত সম্মেলনে, গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেন, নবী সা. এর আদর্শ অনুযায়ী রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্রীয় জীবনে সীরাতুন্নাবী সা. এর জ্ঞান না থাকায় পাতি নেতারা রাষ্ট্রীয় সম্পদকে অনায়াসে ভোগ করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে তারা প্রতিযোগিতা শুরু করে। তাই আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে নেতা নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল ০৫ই এপ্রিল (শনিবার) গোয়াইনঘাট শহিদ মিনার মাঠে, শাখা সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, গোলাম আম্বিয়া কয়েছ, রফিক আহমদ ও জাকির হুসাইন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন,
একটি পরিপূর্ণ দ্বীন হচ্ছে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
তিনি যেভাবে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্তম আদর্শ ঠিক তেমনি সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও উত্তম আদর্শ।
আমরা গত ষোল সতেরো বছরের গুম-খুন ও প্রত্যেক মানবতা বিরোধী অপরাধের বিচার আগে চাই, পরে নির্বাচন চাই। আর কাঙ্খিত সমাজ বিনির্মানে নির্বাচনে অবশ্যই খেজুরগাছের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুস সালাম,
শফিকুল হক সুরাইঘাটি, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম হিলাল আহমদ, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষাসচিব ফয়জুল করিম, জমিয়ত নেতা এডভোকেট মুহাম্মদ আলী, হেমু মাদ্রাসার মুহতামিম জিল্লুর রহমান কাসেমী, হাফিজ তাজুল ইসলাম, মাহদী হাসান, হাসান আহমদ, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন,
রায়হান উদ্দিন, কেফায়েত উল্লাহ, জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন, ফরিদ উদ্দিন কয়েছ, আবুল হাসানাত, আলামিন ইসলাম, আব্দুল করিম দিলদার, আব্দুল্লাহ সালমান, আবু তালহা তোফায়েল, হাফিজ এহসান উল্লাহ, ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, প্রমুখ।