গোয়াইনঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টীম উক্ত ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে, জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

গতকাল রাতে মাদকদ্রব্য, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুয়া ও মাদকবিরোধী অভিযানে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিট অফিসার এস.আই উৎসব কর্মকার।

 

তিনি বলেন, একটি দেশকে ধ্বংস করার জন্য মাদকাসক্ত একটা যুব সমাজই যথেষ্ট। একটি যুব সমাজে যদি মাদক ছড়িয়ে পড়ে তাহলে সমাজ-দেশ ধ্বংস হয়ে যাবে। যারা এই মাদক, জুয়া, মদ, ইভটিজিংয়ে জড়িয়ে যাচ্ছে তারা আমাদেরই সন্তান, ভাই, ভাতিজা, ভাগনা, আত্মীয় বা প্রতিবেশী। এদেরকে আমরা কেউ না কেউ চিনি, জানি।

 

আমরা যদি সচেতন হই, তাদের প্রতি নজর দেই- তাহলে তাদেরকে এই বদ অভ্যাস তাদেকে ফিরিয়ে আনা সম্ভব।

 

অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা সন্তানদের যতটুকু শাসন করতে পারব, দূরের কেউ এসে ততটুকু শাসন করতে পারবে না।

 

আমরা অভিভাক ও সমাজবাসী সচেতন হলে মাদকাসক্ত রোধ করা সম্ভব।

 

এসময় উপস্থিত ছিলেন, ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাজার কমিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী, মুরব্বি, যুবসমাজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।