পলাতক দুর্নীতিবাজ ধরতে চীনের অভিযান শুরু

সুরমা টাইমস ডেস্ক :

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সহযোগিতা আরও গভীর করা এবং বিদেশে পলাতক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বজায় রাখার ঘোষণা দিয়েছে চীন।

 

গত সোমবার এ লক্ষ্যে ‘স্কাই নেট ২০২৫’ নামে নতুন এক অভিযান শুরু করেছে চীন, যার লক্ষ্য হলো পলাতক দুর্নীতিবাজদের শনাক্ত করা, অবৈধ সম্পদ উদ্ধার করা এবং সীমান্ত পার হয়ে করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো।

 

অভিযানের তদারকির দায়িত্বে রয়েছে চীনের সেন্ট্রাল অ্যান্টি-করাপশন কোঅর্ডিনেশন গ্রুপের অধীনে থাকা অফিস ফর ফিউজিটিভ রেপাট্রিয়েশন অ্যান্ড অ্যাসেট রিকভারি।

চীনের বিভিন্ন কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করবে। যেমন, ন্যাশনাল কমিশন অব সুপারভিশন দায়িত্ব নিয়েছে সরকারি দুর্নীতি-সংক্রান্ত অপরাধের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ উদ্ধার এবং ক্ষতি রোধের।

 

অন্যদিকে, পিপলস ব্যাংক অব চায়না এবং জননিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বিদেশে অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে, বিশেষ করে অফশোর কোম্পানি এবং গোপন ব্যাংকিং চ্যানেলগুলোর মাধ্যমে অর্থ পাচার বন্ধে।

 

চীনের শীর্ষ দুর্নীতিবিরোধী সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ‘স্কাই নেট ২০২৪’ অভিযানের মাধ্যমে ১ হাজার ৫৯৭ পলাতককে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং ১৮.২৮ বিলিয়ন ইউয়ান মূল্যের অবৈধ সম্পদ উদ্ধার করা হয়েছে।

 

 

 

সূত্র:– সিএমজি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।