শাবি ছাত্রদলের সহসভাপতি হলেন জসিম লস্কর

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সফটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার মনোনীত হয়েছেন।

 

উক্ত কমিটিতে ২নং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের শিক্ষার্থী জসিম লস্কর।

 

গত শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৬ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর এম এ রাকিবকে সভাপতি ও আসাদ খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। এর আট বছরের বেশি সময় পর নতুন কমিটি হলো।

 

গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানারে আপাতত রাজনীতিতে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এর পর থেকে ক্যাম্পাসের ভেতরে কোনো ছাত্রসংগঠনকেই দলীয় ব্যানারে কর্মসূচি করতে দেখা যায়নি। তবে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতি করার অভিযোগ রয়েছে সংগঠনগুলোর বিরুদ্ধে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।