ট্রাম্প-পুতিনের ফোনালাপ: ‘নিরাপদ বিশ্ব’র ইঙ্গিত

সুরমা টাইমস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেড় ঘণ্টার ফোনালাপ হয়েছে। এ ফোনালাপের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তবে পুতিনের দূত ‘নিরাপদ বিশ্ব’-এর ইঙ্গিত দিয়েছেন।

 

গতকাল মঙ্গলবার (১৮ই মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ও পুতিন তাদের ৯০ মিনিটের ফোনালাপে কী আলোচনা করেছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে মস্কো থেকে কিছু প্রাথমিক মন্তব্য আসছে।

প্রতিবেদনে আরো বলা হয়, পুতিনের ব্যবসায়িক দূত কিরিল দিমিত্রিভ একটি রহস্যময় মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব আজ অনেক বেশি নিরাপদ স্থানে পরিণত হয়েছে।’

গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ।

রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলবেন তিনি।

পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ৯টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।

‘দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি,’ বলছিলেন ট্রাম্প।

সূত্র :— আল-জাজিরা ও বিবিসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।