সুইডেনের গোথেনবার্গে বাংলাদেশী মুসলিম সোসাইটির ইফতার মাহফিল

সুরমা টাইমস ডেস্ক :


সুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগরী গোথেনবার্গে বাংলাদেশীদের সংগঠন গোথেনবার্গ মুসলিম সোসাইটি (জিএমএস)  এর উদ্যোগে গোথেনবার্গে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গোথেনবার্গে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী অংশ নেন।
গোথেনবার্গ মুসলিম সোসাইটির সভাপতি আব্দুল বাছিত চৌধুরী নাহিরের সভাপতিত্বে ও সেক্রেটারী তাসনীম  রেজার পরিচালনা ইফতার পূর্ব আলোচনা সভায় পবিত্র মাহে রামাদানের তাৎপর্য এর উপর আলোচনা রাখেন সুইডেন মুসলিম সোসাইটি (এসএমএস)এর সম্মানিত বোর্ড মেম্বার মাহমুদ আলী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারবী ইহতেনান চৌধুরী এও হামদ পরিবেশন করেন জিএমএস ইয়াং ষ্টারের সদস্যবৃন্দ। ইফতার পরবর্তী ডিনারে গল্প ও আড্ডায় বাংলাদেশীদের এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা করেন গোথেনবার্গ কালচারাল ফোরামের সদস্যবৃন্দ।
মাহফিলে বক্তব্য  রাখেন ও উপস্থিত  ছিলেন- আব্দুল্লাহ আল মোজাহিদ, রাহিম খান, ফাহিম বিন নিজাম, তরিকুল  ইসলাম, আহমেদুল ইসলাম, ফয়সল বান্না, রেহানুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মিনার মাহমুদ, বজলুল করিম আশা, মুমিনুল  ইসলাম, আবু জাফর হায়দার, সামিন মাহমুদ, হিমেল, অনিক ও মুশফিক প্রমুখ।
আলোচনায় মাহমুদ আলী বলেন-আল্লাহপাক রামাদান শুধু উপবাসের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, সংযম  আত্মাকে পবিত্র করার জন্য দিয়েছেন। এই মাসে ইবাদত-বন্দেগি যেমন নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া এবং দান-সদকার ফজিলত বহুগুণ বেড়ে যায়। সুতরাং রামাদান মাসে  রোজা রাখার পাশাপাশি নফল ইবাদাত, কোরআন অধ্যয়ন ও বেশী বেশী সাদাকা মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।