শাহ আমানত বিমানবন্দরে ৫০ লাখ টাকার সোনা জব্দ

সুরমা টাইমস ডেস্ক :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামে সৌদি আরবের জেদ্দাফেরত এক যাত্রীর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (১২ই মার্চ) সকালে এ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার ২২ ক্যারেটের সোনার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

অভিযুক্ত মামুন রাঙামাটি কোতোয়ালি থানার ডিএসবি কলোনির বাসিন্দা। তিনি ওমরা যাত্রীদের একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন।

 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, শাহিন আল মামুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন।

 

পরে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনি ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটকে দেওয়া হয়। এসময় তার ব্যাগেজ থেকে ৪০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুল্ক আইন আইন অনুযায়ী, একজন যাত্রী পরিহিত বা অপরিহিত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার শুল্ক ও কর পরিশোধ ছাড়া আনতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।