সুরমা টাইমস ডেস্ক :
অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল বুধবার (১২ই মার্চ) দুপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এমন কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়।
তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের মতো কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও কর্মশালায় বিএনপির এ নেতা মন্তব্য করেন।
সংস্কারের পাশাপাশি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এখনই কেন নির্বাচন নয়, যেটা পরে করতে হবে সেটা এখনই কেন নয়।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোন দুষ্কৃতকারী, অপকর্মকারী ও চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই এবং হবে না। একথা সকল সময় মনে রাখবেন। সুতরাং কোন চাঁদাবাজির জায়গা বিএনপিতে হবে না।
মির্জা আব্বাস বলেন, বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন দল, বিভিন্ন ইউটিউবার একযোগে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছে কনস্টিটিউশনের ওয়েতে। কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে বুঝাতে হবে বিএনপি ছাড়া এদেশের জনগণের কোনো বন্ধু নেই।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব,
মির্জা খোকন, নগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ইউনুস মৃধা, শাহজাহানপুর থানার আহ্বায়ক ফজলে রুবাইয়াত পাপ্পু, যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম,
কৃষক দল দক্ষিণের সভাপতি হাজী কামাল হোসেন, মহিলা দল দক্ষিণের সভাপতি রুমা আকতার, শ্রমিক দল দক্ষিণের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ প্রমুখ।