সুরমা টাইমস ডেস্ক :
গত ২২/০২/২০২৫খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন ভরাউট রাজীবাড়ী এলাকায় হাজী মনোয়ার হোসেনের বাড়ীর উঠানে আপন ভাই মো. কালাম হোসেন (৩২) ও তার স্ত্রী নিনা বেগম (২০) এর মারপিটে খসরু মিয়া (৩০) গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের স্ত্রী ফাহমিদা বেগম (২২) মামলা দায়ের করেন এবং থানায় ২৫/০২/২০২৫ তারিখে মামলা নং-১৩, ধারা ৩২৩/৩০২/৩৪ পেনাল কোডে রুজু করা হয়।
তদন্তের দায়িত্ব এসআই মো. আমির হোসেনের ওপর অর্পিত হয়। মামলা রুজু হওয়ার পর হতে আসামীদ্বয় এলাকা থেকে পলাতক হয়ে যায়।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় এসআই আমির হোসেন গোয়েন্দা তথ্য প্রযুক্তি ও র্যাব-১৪, ময়মনসিংহ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে গত ১০/০৩/২০২৫খ্রিঃ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টার বাড়ী এলাকায় আসামীদ্বয়ের ভাড়া বাসা হতে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এজাহারনামীয় ০১নং আসামী মোঃ কালাম হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেন।