সুরমা টাইমস ডেস্ক :
সিলেট সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত ‘মেঘনা ব্রিকস’র স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ই মার্চ) দুপুরে উপজেলার হাজিরাই মৌজার মুরাদপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এ ব্রিকসফিল্ডের সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবল ইসলাম। এসময় শাহপরান থানা-পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো মেঘনা ব্রিকস।
হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সেইসাথে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।