সুরমা টাইমস ডেস্ক :
সিলেের হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গতকাল সোমবার (১০ই মার্চ) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-২) মৌলভীবাজারের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রতনপুর গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) এবং মো. ইয়াকুব আলীর ছেলে মো. ইসমাইল মিয়া (৩২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।