তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ব্যাবসায়ী আটক

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ রমজান আলী(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

তিনি আটক রমজান আলী উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়( বালু ছড়)গ্রামের জালাল উদ্দীন এর ছেলে।

গত শনিবার(০৮ই মার্চ) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পুরান লাউড় বালু ছড় গ্রামে মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে মাদকসহ আটক করা হয়।

 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এসআই মুখলেছুর রহমান, এএসআই আব্দুল জব্বারসহ পুলিশের একটি দল মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজের কক্ষে শুয়ার খাঠে নিচে বিশেষ কৌশল লুকিয়ে রাখা ৬০ পিস ভারতীয় বিভিন্ন মদের বোতল জব্দ করে।

 

এর মধ্যে ৪২ পিস এসি ব্ল্যাক,৬ পিস এসি ব্লু,১২ পিস অফিসার চয়েজ রয়েছে। এসময় মাদক ব্যবসায়ীকেও আটক করে। এসব মাদকের মুূল্য লক্ষাধিক টাকার বেশি।

 

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,মাদকসহ আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।