গতকাল ২১শে ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে শুরু হয়ে চৌহাট্রায় সমাবেশের মাধ্যেমে সম্পন্ন হয়।
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের উক্ত আয়োজন করে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু সহ নেতৃবৃন্দ।
সভাপতি শাহীন আহমদ তার বক্তব্যে বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তুলার অপচেষ্টা চলছে।
আপনারা ইতিমধ্যেই লক্ষ্যে করেছেন,নিষিদ্ধ ছাত্রলীগের মত ছাত্রদল ও সন্ত্রাসী কায়দায় ৩ দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে।
সেই হামলার দায় নির্লজ্জের মত ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দুপক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে।
আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, ছাত্রদল নতুন বাংলাদেশে আবারো ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিং এর নামে নির্যাতন-নিপিড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা।
মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি:-