এবারের বিপিএলেই ১২ কোটি টাকার টিকিট বিক্রি

সুরমা টাইমস ডেস্ক :

মাঠের চেয়ে বাইরের বিষয়ে এবারের বিপিএল আলোচনায় ছিল বেশি। অবশ্য আলোচনার বদলে সমালোচিত শব্দটাই যথার্থ। তবে বিপিএল নিয়ে নানা বিতর্ক থাকলেও গ্যালারিতে ঠিকই দর্শক উপস্থিতি ছিল দেখার মতো।

বিপিএলের তিন ভেন্যুতেই সরব উপস্থিত ছিল দশর্কদের।

তার সুফলও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন, রেকর্ড পরিমানে টিকিট বিক্রি হয়েছে।

তাতে নাকি এবারের বিপিএলের টাকার অঙ্ক গত ১০ আসরের টাকার সমান।

টিকিট বিক্রির টাকার বিষয়ে ফারুক বলেছেন, ‘পুরো বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি।

তার সুফলও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সন্ধ্যায় ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন, রেকর্ড পরিমানে টিকিট বিক্রি হয়েছে। তাতে নাকি এবারের বিপিএলের টাকার অঙ্ক গত ১০ আসরের টাকার সমান।

টিকিট বিক্রির টাকার বিষয়ে ফারুক বলেছেন, ‘পুরো বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি।

 

আগের ১০ আসরে মোট ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি করতে পেরেছিল ক্রিকেট বোর্ড। সেটি বিবেচনা করে এক বছরেই আমরা কাছাকাছি চলে গেছি।

টিকিট বিক্রির স্বত্ব বিক্রি থেকে আরও ১ কোটি টাকা যোগ হবে। সে হিসেবে সোয়া ১৩ কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসবে।এটা বড় মাইলফলক।’

 

টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিরাও পাবে বলে জানিয়েছেন ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর, টিকিট বিক্রির যে আয় আমাদের হয়েছে, এখান থেকে ভালো একটা ভাগ সব ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারব।’

 

বিপিএলের সময় আরও বেশ কটি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ায় অন্য সময়ে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে বিসিবি। সময়ের বিষয়ে ফারুক বলেছেন, ‘সামনের বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি।

 

একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি–টোয়েন্টি টুর্নামেন্ট হয়, এতে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়।

মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পেতে আমরা একটু অন্যরকম করে করতে পারি টুর্নামেন্টের সময়।’

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।