সৌদিতে আজ বৈঠকে বসবে ট্রাম্প-পুতিনের প্রতিনিধি দল

সুরমা টাইমস ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে ট্রাম্প-পুতিন প্রতিনিধিদের শীর্ষ বৈঠক আজ মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ওয়াকিবহাল দুটি সূত্র মার্কিন এক্সিওস পোর্টালকে এ কথা জানিয়েছে।

 

গত সপ্তাহে রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়। এর পর থেকে আসন্ন বৈঠকটি মার্কিন-রাশিয়া সম্পর্কের উন্নতির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

 

বৈঠকটি ইউক্রেনীয় সরকারের মধ্যে প্রচুর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। কেননা এই বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপীয় কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।

এরই মধ্যে গতাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সূত্রের বরাতে এক্সিওস জানায়, ক্রেমলিন ও স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, বৈঠকটি মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত হবে।

বৈঠক নিয়ে ক্রেমলিন জানিয়েছে, রুশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরায় ফিরিয়ে আনাই এই বৈঠকের লক্ষ্য। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক নিষ্পত্তি নিয়ে সম্ভাব্য আলোচনার জন্য মস্কো প্রস্তুত।

এক্সিওস জানিয়েছে, রিয়াদ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ রয়েছেন।

 

এছাড়া ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকিভ।

 

অপরদিকে, জেলেনস্কি আগামীকাল বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সৌদি আরব সফর করবেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন।

সালমান যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন আলোচনায় যুক্ত আছেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।