সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পরিষদের ২০২৫-২০২৭ সাল মেয়াদী পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দরগাহ মহল্লা পায়রাস্থ চেম্বারের কার্যালয়ে পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ আহমদ।

নির্বাচনী তফসিলে তিনি উল্লেখ করেন, আগামী ২৮মে বুধবার নির্বাচনের মাধ্যমে ১১জন পরিচালক নির্বাচিত করা হবে।

প্রত্যেক সাধারণ ভোটার ৮টি করে ও এসোসিয়েট ভোটার ৩টি করে ভোট প্রদান করবেন। নির্ধারিত পদের বেশি বা কম ভোট প্রদান করলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।

 

ভোটারগণ ১৫ মে থেকে ২৭ মে পর্যন্ত নির্বাচন বোর্ড কর্তৃক ইস্যুকৃত ভোটার পরিচয়পত্র অফিস চলাকালীন সময়ে চেম্বারের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।

সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিবর্তনের তারিখ ২৫ মার্চ মঙ্গলবার, পরিবর্তিত প্রতিনিধির ছবি ও স্বাক্ষর সনাক্তকরণসহ, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের তারিখ ৫ এপ্রিল শনিবার, প্রাথমিক ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল মঙ্গলবার, প্রাথমিক ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি শুনানির ও নিষ্পত্তির তারিখ ১৩ এপ্রিল রবিবার, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৭ এপ্রিল বৃহঃস্পতিবার, মনোনয়ন পত্র আহবানের তারিখ ২১ এপ্রিল সোমবার, মনোনয়ন পত্র গ্রহণের শেষ তারিখ ২৪ এপ্রিল বৃহঃস্পতিবার, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৬ এপ্রিল শনিবার ২টা পর্যন্ত।

 

মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৭ এপ্রিল রবিবার সকাল ১১টায়, বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশের তারিখ ৩০ এপ্রিল বুধবার বেলা ২টা, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিলের (যদি থাকে) শেষ তারিখ ৬ মে মঙ্গলবার, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিলের (যদি থাকে) শুনানি ও নিষ্পত্তির তারিখ ৮ মে বৃহঃস্পতিবার বেলা ২ টা, বৈধ মনোনয়ন পত্রের চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ১০ মে শনিবার বিকাল ৩টা, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মে বুধবার বিকাল ২ টা পর্যন্ত, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ১৪ মে বুধবার বিকাল ৪টা, নির্বাচনের তারিখ ২৮ মে বুধবার সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত, ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণার তারিখ ২৮ মে বুধবার, সভাপতি, সহ-সভাপতি নির্বাচনের তারিখ ২৯ মে বৃহঃস্পতিবার সকাল ১১টা, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ২ জুন সোমবার দুপুর ১২টা পর্যন্ত, ‘নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিলের শুনানি ও নিষ্পত্তির তারিখ ২ জুন সোমবার বেলা ২টা ।

চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণার তারিখ ২ জুন সোমবার বেলা ২টা।

নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্যাবলির জন্য নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সাথে যোগাযোগ করা যাবে বলে জানান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্য মোঃ ইকবাল আহমেদ ও সৈয়দা শিরিন আক্তার, আপিল বোর্ডের চেয়ারম্যান উজ্জ্বল দাস, সদস্য সহাকারী অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ ও সানজেনা তালুকদার ববি। তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা (চলতি দায়িত্বপ্রাপ্ত),

সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক রাহিলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, তপতী রানী দাস, তাহেরা জামান, স্বপ্না বেগম, সালসাবিলা মাহবুব কান্তা, তাছমিন আক্তার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।