সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুরমা টাইমস ডেস্ক :

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট উইমেন্স মেডিকেল ডে ২০২৫ উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। পরে বেলুন ওড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম.এ. মতিন, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী,

উইমেন্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ।

 

এছাড়াও কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি উদযাপিত হয়। তবে এ বছর পবিত্র শবে বরাতের জন্য গতকাল ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠান শেষে হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা কলেজ লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মানুষকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি নারী চিকিৎসক গড়ে তুলছে।

 

এই কলেজ নারীদের চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। চিকিৎসা একটি মহান পেশা এবং এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও সেবার মানসিকতায় গড়ে তোলা হয়।

একটি প্রতিষ্ঠান তখনই সাফল্যের শীর্ষে পৌঁছায়, যখন তার প্রতিটি সদস্য একসঙ্গে কাজ করে।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সেই উদাহরণ তৈরি করেছে। ভবিষ্যতে আমরা গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।

বক্তারা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতি কামনা করেন।

প্রতিষ্ঠানটি সিলেটের চিকিৎসা শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।