সুরমা টাইমস ডেস্ক : গোপালগঞ্জের গুনধর গোপাল ভাড় নূরে আলম মিনা এখনও বহালতবিয়তে রয়েছেন। বিশিষ্ট গোপালী মহারাজ ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। মহারাজ ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। সার্কেল এসপি হিসাবে মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ছিলেন। পুলিশ সুপার হিসেবে ছিলেন চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জে। সর্বশেষ ডিআইজি হিসেবে ছিলেন চট্টগ্রাম রেঞ্জে। এসপি ও ডি আই জি হিসেবে বিএনপি-জামাতের অসংখ্য নেতা-কর্মী গুম, খুনের সাথে জড়িত ছিলেন এ মহারাজ। ওসি পদায়ন বাবদ সর্বনিন্ম ৫০ লাখ থেকে শুরু করে ২/৩ কোটি নিতেন প্রতি পদায়নে।
পুলিশে গোপালী হওয়ার কারণে ছিলো বিশেষ মহিমা ও দাপট। কাছের লোকদের বলে বেড়াতেন ডিএমপি কমিশনার হবেন, আইজিপি হবেন গোপালী কোটায়।
গণ অভ্যুত্থানে বিপ্লবী সরকার গঠিত হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো নুরে আলম মিনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এ মহারাজকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে বিচারের সম্মুখীন করা।