সিলেটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা আগামী বৃহস্পতিবার

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে।

উক্ত সভা আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ২টায় নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মো: আখতার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মুখপাত্র সামান্তা শারমিন।

গণতন্ত্র প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মূল্যবান পরামর্শ প্রদান করতে উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সিলেট মহানগর সংগঠক ডা. হোসাইন আহমদ।

 

বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।