গণমানুষের সরকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: কাইয়ুম চৌধুরী

সুরমা টাইমস ডেস্ক:

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। গণমানুষের সরকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ক্ষমতা ও তাদের অধিকার। তাই গণমানুষের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে আমরা মাঠপর্যায়ে কাজ করছি এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।

তিনি বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের স্বার্থরক্ষার জন্যই প্রণয়ন করা হয়েছে। এ দফাগুলো সম্পর্কে সচেতনতা তৈরিতে দলের প্রতিটি কর্মী জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এ লক্ষ্য অর্জিত হলে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পশ্চিম আশিঘর মাঠে আয়োজিত এক জনসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের বিচার করতে হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। যারা এই অপপ্রচারে লিপ্ত, তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে এবং জনগণকে সঠিক তথ্য জানাতে হবে।

ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজিবুর, শাহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু,

শাহিন আলম জয়, রাসেদুল হাসান চৌধুরী, বদরুল ইসলাম খান, তুহিন চৌধুরী, দিনার আহমদ শাহ, রিফল আহমদ, সজিবুর রহমান সজিব, রুকন আহমেদ চৌধুরী, মেহেদী হাসান রফি, হাফিজুল করিম সায়মন,

রুহেল চৌধুরী, তাহিরুল করিম রানাসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।