সুরমা টাইমস ডেস্ক:
প্রথম হাফেই রিয়াল মাদ্রিদ দুইবার এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে তারা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে আবারও গোল পায় রিয়াল।
১৮তম মিনিটে মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে প্রথম দফায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক। ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস।
৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেগানেস। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবারের নিচু শট ঝাঁপিয়ে ধরেন রিয়াল গোলরক্ষক লুনিন।