জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুন ঢাকা মাতাবে

সুরমা টাইমস ডেস্ক:

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি টিজার প্রকাশ করেছে।

সেটির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুনের ‘সাইওনি’ গানটির সংগীত। ক্যাপশনে লেখা—‘২০২৫: আ নিউ বিগেইনিং’।

আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমকে জানান, এ বছর তাদের বেশকিছু চমকপ্রদ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর শুরুটা হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’ কিংবা গায়ক আলি আজমতের মাধ্যমে!

ইতিমধ্যে এই ব্যান্ডের সঙ্গে অ্যাসেন কর্তৃপক্ষের আলাপ-আলোচনাও হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অ্যাসেনের পক্ষ থেকে ভাইকিংস ব্যান্ডের ম্যানেজার আবির সাদাফ বলেন, ‘আমরা এরইমধ্যে জুনুনের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও রাজি হয়েছেন। এরপরই এই টিজার প্রকাশ করা।’

সাদাফ আরও জানান, এই কনসার্টে শুধু জুনুন নয়, দেশীয় শিল্পীদের মধ্যে গায়ক তাহসান ও ব্যান্ড ভাইকিংস পারফর্ম করবে।

যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি তিনি। শুধু বললেন, আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই কনসার্ট।

 

উল্লেখ্য, সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিল পাকিস্তানের সুফি ধারার ব্যান্ড জুনুন। এর আগেও বাংলাদেশে গাইতে এসেছে তারা।

চট্টগ্রামের একটি কনসার্টে একমঞ্চে গেয়েছিল জুনুন, যেখানে ব্যান্ড ভাইকিংসও ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।