সুরমা টাইমস ডেস্ক:
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল বুধবার (৫ই ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি জাভেদকে দেখতে যান দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে মোবাইল ফোনে আহত জাভেদ আক্তারকে কথা বলিয়ে দেন।
তারেক রহমান তার শারীরিক অবস্থার ও পরিবারের খোঁজ নেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন।
এই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। আহত জাভেদের চিকিৎসার সব দায়িত্ব নেন তারেক রহমান।
আহত সাংবাদিক জাভেদ আখতার বলেন, “তারেক রহমান আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন এবং হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”
পরে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন এক বার্তায় জানান, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তার সঙ্গে দলের নেতাকর্মীদের যোগাযোগ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”