মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাধবপুর প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৩রা ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমান উপজেলার সুলতানপুর ও মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে মহব্বতপুর গ্রামের জলফু মিয়ার ছেলে মাতু মিয়া ও সুলতানপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ফয়সল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। স

হকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।