দেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী আর নেই

সুরমা টাইমস ডেস্ক:

মারা গেছেন দেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল শুক্রবার বাদ আসর হাজী আলীম উল্লাহ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে, স্বামীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তার ৪ মেয়ে এবং এক ছেলে লন্ডনে বসবাস করছেন। বাকি এক ছেলে ও এক মেয়ে দেশে লেখাপড়া করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ নামে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে নির্বাচিত সাবেক এই চেয়ারম্যান। হবিগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।

 

১৯৮৮ সালে চুনারুঘাট দুর্বৃত্তের হামলায় মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান ও স্বামী চুনু চৌধুরী নিহতের পর আলোচনায় আসেন শামসুন্নাহার চৌধুরী।

উপনির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যানের গৌরব অর্জন করেন তিনি। তার দ্বিতীয় বিয়ে হয় চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে।

এরপর দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শামসুন্নাহার চৌধুরী।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।