সুরমা টাইমস ডেস্ক:
সিলেট মহানগরীর কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শিলং তীরের দুই জুয়াড়িকে আটক করেছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিঘাট পিয়াজপট্টির বাণিজ্য ভবনের পেছনে নদীর পাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় অনলাইন তীর শিলং জুয়াখেলার বোর্ড হতে তীর শিলং খেলায় ব্যবহৃত হিসাবের কাগজ ও টুকেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর ইসলামের ছেলে তোরাব (৩০) ও সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের কৃষ্ণ পালের ছেলে কৃপেষ পাল (৩০)।