সুরমা টাইমস রিপোর্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। সম্মূখ সমরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। ৭৫ সালে দেশ জাতির চরম ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে একজন সফল শাসক হিসেবে শুধু বাংলাদেশ নয়, বিশে^র বুকের নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারার প্রবর্তন করেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের কাছে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে তুলে ধরার পাশাপাশি এর চর্চা বাড়াতে হবে। তাহলে দেশ জাতি উপকৃত হবে।
তিনি রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জে বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন। গোবিন্দগঞ্জ অধ্যক্ষ সিরাজুল ইসলাম কলেজ জামে মসজিদে রবিবার বাদ আসর উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা দীর্ঘায়ু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপি নেতা কয়েছ মিয়া, নুরুল হক, আতিকুর রহমান, মাষ্টার আব্দুল লতিফ, আবু নছর, শামসুল হক মেম্বার, ইলিয়াছ মিয়া, শাহীনুল হক চৌধুরী, জামাল উদ্দীন, মজনু মিয়, মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, বিএনপি নেতা লায়েক চৌধুরী, সুরত মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, হেলাল আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমদ, মানিক মিয়া, কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য কয়েছ মিয়া, উপজেলা যুবদলের সদস্য ওলিউর রহমান আলেক, রফিক রহমান, যুবদল নেতা মহিবুর রহমান মেম্বার, রিহাব আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল আহমদ, মারফ এলাহী সোহেল, আলতাফ হোসেন, মামুন আহমদ, নুরুল আমিন, কৃষক দল নেতা কামাল হোসেন, আব্দুল আমিন, সাইদুল হক, জেলা ছাত্রদলের সদস্য আমির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আলা উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, যুগ্ম আহবায়ক আবু তায়ুইব, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান, ছাত্রদল নেতা আব্দুস সামাদ, জুনেদ আহমদ ও আবুল হাসনাত প্রমুখ।