সুরমা টাইমস রিপোর্ট : যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় নি। সেজন্য অল্প কিছু সময় লাগবে। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। নির্বাচন বিলম্ব করার যে কোন ষড়যন্ত্র জনগণ নসাৎ করবে। সুতরাং শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের দ্রুত অগ্রসর হওয়া উচিত। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপির আয়োজিত সংবর্ধনায় সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। গত ১৭ বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। আওয়ামী স্বৈরাচার সরকারের এদেশের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল শুধু আজ্ঞাবহ। কিছু লীগ, কিছু সন্ত্রাস, কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়য¿কারী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আপনারা দ্রুত সময়ের ভেতরে স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ করে নির্মূল করুন। আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার- তাদের স্থান বাংলাদেশে হওয়ার কথা নয়। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিছু লোকের সহযোগিতা নিয়ে এখনো স্বস্থানে বসে আছে। এর দায়ভার এই অন্তর্র্বতীকালীন সরকারকেই নিতে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহ কামাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নজমুল হোসেন পুতুল, ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জুবের খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আবুল কাশেম।
আরো উপস্থিত ছিলেন আল মামুন, আহমদ সোলেমান, আখতার হোসেন, মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, আব্দুস সালাম টিপু, মানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, আহমেদ সুলেমান, সুমেল আহমেদ চৌধুরী, আক্তার হোসেন রাজু, মাশরুর রাসেল, নুরুল হক মাসুম, ছাদি খান, মুফাজ্জুল চৌধুরী মোরশেদ, আশরাফুল ইসলাম মাহি।-বিজ্ঞপ্তি
- কাদের ‘ভণ্ড’ সম্বোধন করলেন ক্ষুব্ধ শাবনূর
- পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক