সুরমা টাইমস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার(এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থাটির একটি আভিযানিক টিম তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ২৩ শে ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে নন সাবমিশন মামলা দায়ের করে দুদক।
নাম প্রকাশ না করা শর্তে দুদকের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসকে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে আদালতে নেয়া হবে। (সুত্র- মানব জমিন)