কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করলেন মুনতাছির

সুরমা টাইমস রিপোর্ট : এবার কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করলেন শেখ মো ফাহিম মুনতাছির। চলতি বছরের ৩ ও ৪ জানুয়ারি বাংলাদেশ কারাতে এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ উন্মুক্ত কারাতে ক্লাব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেছেন মুনতাছির। চ্যাম্পিয়নশিপে ৪২ টি ক্লাব অংশগ্রহন করে। ১৭৭৫ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন। তাদের মধ্যে কুমিতে -৫৫ কেজিতে (অনূর্ধ২১ ক্যাটাগরিতে) (রৌপ্য) পদক অর্জন করেন তিনি। এছাড়া ওসমানী কারাতে ক্লাবে সিলেট এর কোচ হিসেবে শেখ মো ফাহিম মুনতাছিরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ও বাংলাদেশ সিতোরিউ কারাতে দো
ইউনিয়ন এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।