সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ

সুরমা টাইমস ডেস্ক : সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সচিবালয়ে আগুন লাগার ঘটনা সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এখানে আমাদের নিরাপত্তার বিষয় জড়িত এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে। এ বিষয়কে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উচ্চপর্যায়ের তদন্তদল গঠন হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং তিনজন বুয়েটের বিশেষজ্ঞ নিয়ে কমিটি গঠন হয়েছে। তিনি বলেন, আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আজকে আগুনের ঘটনার পরে আমরা দেখলাম, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন; এগুলোর খুব সুফল আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ সচিবালয়ের একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌও ফেল করেছে? এটা কি কোনো মানুষসৃষ্ট বিপর্যয় নাকি অন্য কোনো বিপর্যয়। এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদের তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তদন্ত কমিটির গঠন দেখলে বুঝবেন সবগুলো সম্ভাবনাকে আমরা মাথায় রেখেই আগাচ্ছি। এখন ধারণা আলোচনা করা ঠিক হবে না।

কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, গোয়েন্দা তথ্য থাকলে সরকারেরও ব্যবস্থা থাকতো। তথ্যের প্রবাহ ঠিক আছে কিনা সেটাও আমাদের তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে। নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনদিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিবেন। আমরাও সেখানে অফিস করি, এটা আমাদের নিরাপত্তার বিষয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে তিনদিনের মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে হয়তো প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয়া নাও হতে পারে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আপনাদের সবাইকে দেয়া হবে। সেটা দ্রুততার সঙ্গে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করার জন্য আমরা অন্যান্য সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে সেসব জায়াগায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছি। (সুত্র-মানব জমিন)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।