নারীর অধিকার রক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করার প্রত্যয়

হবিগঞ্জ প্রতিনিধি : নারী নির্যাতন দূর করার মাধ্যমে নারীর অধিকার রক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করার দাবী জানিয়েছেন নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সদস্যরা। “অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড” উপলক্ষে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ নারীর প্রতি সহিংসতা বিষয়ক এক আলোচনা সভায় এই দাবী জানান।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সদস্য এডভোকেট তাহমিনা খান। নারী ও কন্যার সুরক্ষা নিয়ে আরও আলোচনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি। এতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী,ভাইস প্রেসিডেন্ট-১ মোছাঃ রওশনারা আক্তার,ট্রেজারার রায়হানা বেগম,আইএসও দেলোয়ারা চৌধুরী, সদস্য নীহারিকা হেলেন খান ও সালমা সুলতানা পলি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।