সিলেটে সাবেক মন্ত্রী-এমপি সহ ৯০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক মামলা

সুরমা টাইমস ডেস্ক : কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলার অভিযোগে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,সাবেক এমপি শফিউল আলম নাদেল চৌধুরী  গোলাপ মিয়াসহ ৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০/৩০০ নেতা কর্মীকে  আসামি করে বাদী  রাশেদ  আহমেদ মামলা করেন। সিলেট সিটি কর্পোরেশনের তোফখানা দক্ষিণ তালতলা সুরমা বেলী ১৩৬ এর বাসিন্দা সিদ্দেক মিয়ার ছেলে রাশেদ আহমদ গত ৪ ডিসেম্বর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

 

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মামলাটি রেকর্ডের বিষয় নিশ্চিত করে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলা রুজু করা হয়।

 

 এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেট নগরের মিরবক্সটুলায় খায়রুন ভবনের সামনের সড়কে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ঝাপিয়ে পড়ে। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান রামদা ছিটা, গুলি চাইনিজ কুড়াল ককটেল পেট্রোল বোমা সাউন্ড গ্রেনেডসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।

 

আন্দোলনকারীদের মারধর করে ককটেল বোমা, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাদী পেশাগত কাজ শেষে যাওয়ার পথে হামলার শিকার হন। গুরুতর জখম অবস্থায় বাদীকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন থাকার কারণে মামলা দায়েরে দেরি হয়েছে বলে জানান মামলার বাদী মোঃ রাশেদ আহমদ।

 

পুলিশ  ও এজাহার সূত্রে আসামিরা হলেন, ১. আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০)২. শফিকুর রহমান চৌধুরী (৬০), সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা সভাপতি আওয়ামীলীগ,৩. শফিউল আলম চৌধুরী নাদেল (৪৫), সাবেক সংসদ সদস্য, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,৪. রঞ্জীত চন্দ্র সরকার (৫৫), সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ ১ আসন,

  ৫. গোলাপ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য।

 

৬. ফজলুল হক (৪৯), পিতা: অজ্ঞাত, সাং: জাফলং, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, অধ্যক্ষ, গোয়াইনঘাট সরকারী কলেজ, উপদেষ্ট গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৭. আকাশ আহমদ (২২), পিতা: অজ্ঞাত, সাং। তেলিহাওর, তালতলা, সিলেট, ছাত্রলীগ নেতা, তেলিহাওর গ্রুপ, সিলেট।৭. কায়েছ চৌধুরী (৪২), পিতা: জামিল চৌধুরী, সাং: নেহারী পাড়া, আখালিয়া, কোতোয়ালী, সিলেট, সাবেক পরাষ্ট্র মন্ত্রী, ড. মোমিন এর এপিএস।

৮. জাকির হোসেন (৫৫), পিতা: আব্দুল হাফিজ, সাং: বড়শালা, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, সেচ্ছা সেবকলীগ নেতা ৯. নুরুল আমীন খুকু (৩০), পিতা মৃত: আবুল কালাম, সাং: চাতলী বন্দর, থানা: এয়ারপোর্ট, এস.এম.পি, সিলেট,১০. আলম খান মুক্তি (৪৫), পিতা: অজ্ঞাত, আংবারক, সিলেট মহানগর যুবলীগ।

১১. হাবিবুর রহমান হাবিব (৪৮), পিতা: অজ্ঞাত, সংসদ সদস্য, সিলেট-৩,১২. আব্দুশ সহিদ মাস্টার (৫০), পিতা। অজ্ঞাত, সাং। ঠাকুরবাড়ী, প্রচার সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, সিলেট।১৩. নাজমুল ইসলাম, পিতা-অজ্ঞাত, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি।১৪. ইমরান আহমেদ দুলাল (৩১), পিতা আবুল হোসেন, গ্রাম: পশ্চিম সকখেল, ডাকঘর।চতুল বাজার, ইউনিয়ন। ৩ নং চারিকাটা, থানা: জৈল্পাপুর, জেলা। সিলেট, জৈন্তাপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি।১৫. রাহেল সিরাজ, পিতা-অজ্ঞাত, সাধারন সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ।১৬. শামীম ওরফে পাথর শামীম, (৫০), (সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ), পিতা- বাছির মিয়া, থানা কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।১৭. ইমন প্রকাশ ভেল ডেলা ইমন (৩০), (মহানগর ছাত্রলীগ নেতা), সাং-কুয়ারপাড়, কোতয়ালী, সিলেট।১৮. আজাদুর রহমান আজাদ (৫০), পিতা। অজ্ঞাত, সাং। শিবগঞ্জ, সাবেক কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড, সিলেট।১৯. জিয়া উদ্দিন (৩৮), পিতা: ময়নাল মিয়া, সাং: বাংলা বাজার, থানা: গোয়াইনঘাট, উপজেলা আওয়ামীলীগ নেতা।২০. আব্দুল কাইয়ুম (৪০), পিতা মৃত: মখর আলী, সাং। চাতলী বন, থানা। এয়ারপোর্ট, এস.এম.পি, সিলেট, সদর উপজেলা আওয়ামীলীগ, সিলেট।২১. আলাউদ্দিন (৪৫), পিতা: উস্তার আলী, সাং: ছাতক প্রপার, থানা: ছাতক, উপজেলা আওয়ামীলীগ নেতা।২২. লুতফুর রহমান ইমন (৩০), পিতা মৃত: আব্দুল লতিফ, সাং: পশ্চিম বেলাগাঁও, থানা। জোড়ী, জেলা: মৌলিভী বাজার, স্বেচ্ছাসেবকলীগ, মৌলভী বাজার,২৩. তৌফিকুল ইসলাম (২৮), পিতা: খুরশেদ আলম, সাং। পূর্ব বেলাগাও, পো/থানা: জুড়ি, মৌলভী বাজার, স্বেচ্ছাসেবকলীগ, মৌলভী বাজার।২৪. মামুন পারভেজ (৪০), পিতা মৃত: ময়নুল ইসলাম, সাং: ডালারপাড় (ভাঙ্গারপাড়), থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, আহবায়ক ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগ।২৫. আলামীন (২৮), পিতা: আব্দুল মান্নান, সাং: হুয়াউরা, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা।২৬. হোসেন আহমদ (২৬), পিতা মোঃ আজমল আলী, মাতা: রতনা বেগম, সাং: লালখাটঙ্গি (ছড়ারপাড়), পোঃ খাদিম নগর, থানা: শাহপরান (রা:), জেলা: সিলেট, শাহপরান যুবলীগ নেতা,২৭. কামাল (৪৭), পিতা মৃত। ছবিল উদ্দিন, সাং। ঢাকা দক্ষিন, দত্তরাইল, প্রকাশিত নগর। থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট, উভয় আওয়ামীলীগ নেতা।২৮. সমুজ আলী (৫০), পিতা মৃত: সোয়াব আলী, সাং। কেশবপুর, থানা। জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ, সহ সভাপতি জগন্নাথপুর পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ।২৯. ছানাফত আলী ছানাই (৩৬), পিতা মৃত ইব্রাহিম আলী, সাং। কেশবপুর, থানা। জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, জগন্নাথপুর পৌসভা ৩ নং ওয়ার্ড আরয়ামীলীগ,৩০. আহাদ মিয়া (৩৫), পিতা: হানিফ মিয়া, বর্তমান ঠিকানা। রাজমনি আ/এ হোটেল, জিন্দাবাজার, সিলেট, স্থায়ী ঠিকানা। মিয়া বাড়ী, উবাহাটা, কেরামত নগর, কমলগঞ্জ, সভাপতি কেরামত ইউনিয়ন ছাত্রলীগ।৩১. মো: আব্দুল আহাদ (৫৫), পিতা মৃত: মোজাফর আলী (আবারফ আলী), সাং মৌলভীগাঁও, পোঃ মিররগাঁও, থানা। বিশ্বনাথ, জেলা। সিলেট, আওয়ামীলীগ নেতা।৩২. আকরাম উদ্দিন (৫০), পিতাঃ বশির উদ্দিন, সাং: গুড়ামারা, থানা: এয়ারপোর্ট, জেলা। সিলেট, আওয়ামীলীগ নেতা।৩৩. রমজান (৩০), পিতা: আব্দুল মতিন, সাং। ঠাকুরবাড়ী, হারকান্দি বাজার, থানা। গোয়াইনঘাট, জেলা: সিলেট, যুবলীগ নেতা, গোয়াইনঘাট উপজেলা।৩৪. মদরিছ আলী সিকদার (৪৮), পিতা: শামছুল হক সিকদার, সাং। নন্দিরগাঁও, থানাঃ গোয়াইনঘাট, জেলা: সিলেট, সদস্য উপজেলা আওয়ামীলীগ।৩৫. প্রণত কান্ত দেব, পিতা জানকি মোহন দেব, গ্রাম: হাজারি সেন গ্রাম/পোস্ট অফিস। দরবস্তু উপজেলা, জৈন্তাপুর, জেলা: সিলেট, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা।৩৬. মুস্তাক আহমদ পলাশ (৪৫), পিতা: অজ্ঞাত, সাং। অজ্ঞাত, থানা: কানাইঘাট, উপজেলা সাবেক চেয়ারম্যান, কানাইঘাট, সিলেট, জেলা পরিষদ সদস্য।

৩৭. আব্দুল মুত্তালিব (আখাই), পিতা: আহমদ আলি (মামই), গ্রাম। হাজারি সেন গ্রাম, পোস্ট অফিস: দরবস্ত বাজার, উপজেলা জৈন্তাপুর, জেলা: সিলেট, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা।৩৮. ফয়ছল (২৫), পিতা: আকরাম উদ্দিন, সাং। বাজারতল, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট, ছাত্রলীগ নেতা।৩৯. আজীম উদ্দিন (৫০), পিতা মৃত: আবরার, সাং। মহেশঘুড়ী, পোঃ ইসলামগঞ্জ বাজার, থানা: কুলাউড়া, সেক্রেটারী ৭ নং ওয়ার্ড যুবলীগ।৪০. কামাল মিয়া (৪৫), পিতা মৃত: মাহমুদ মিয়া, সাং: মহেষ গৌরী, পো: ইসলামগঞ্জ বাজার, থানা: কুলাউড়া, জেলা: মৌলভী বাজার, আওয়ামীলীগ নেতা,৪১. মোঃ তাজ উদ্দিন (৩০) (যুবলীগ ক্যাডার, সিলেট মহানগর), পিতা আব্দুল হাসিম, সাং- নিহাইন, থানা-গোয়াইনঘাট, হাং সাং-ঘাসিটুলা, কোতয়ালী, সিলেট,৪২. সামছুল আলম (৫০), পিতা। অজ্ঞাত, সাং। কালিনগর, ৩ নং পূর্ব জাফলং, থানা। গোয়াইনঘাট, জেলা: সিলেট, যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ,৪৩. সৈয়দ আবুল কাশেম (৫৫), পিতা। অজ্ঞাত, সাং। উপশহর, থানা। শাহপরান (রাঃ), সিনিয়ন সহ সভাপতি, সুনামগঞ্জ, আওয়ামীলীগ।অরবিন্দু চন্দ্র দাস (৪৫), পিতাঃ গোপাল চন্দ্র দাস, বর্তমান ঠিকানা: নরসিংটিলা, বাঘবাড়ী, সিলেট, স্থায়ী ঠিকানা: বারালি, পোঃ ফরিদগঞ্জ, ডিস্টিক: চাঁদপুর, বিভাগ: চট্টগ্রাম, ওসমানী মেডিকেল কলেজ শাখা যুবলীগ নেতা।৪৫. তৌফিক মিয়া (৪৫), পিতা: আব্দুল খালেক, সাং: ফেনার বাখ, থানা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ, আওয়ামীলীগ নেতা।৪৬. মোঃ মুজিবুর রহমান (৪৫), পিতা: অজ্ঞাত, সাং: লেঙ্গুড়া, ৪ নং লেঙ্গুড়া ইউ/পি, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, দপ্তর সম্পাদক, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৪৭. মোঃ গোলাম কিবরিয়া হেলাল (৫০), পিতা: অজ্ঞাত, সাং: পূর্ণানগর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, সাধারাণ সম্পাদক, গোলাইনঘাট উপজেলা উওয়ামীলীগ।৪৮. মো: সাহরব মিয়া (৪৮), পিতা মৃত: জালাল মিয়া, সাং: তামাবিল, জাফলং থানা: গোয়াইনঘাট, আওয়ামীলীগ নেতা।৪৯. দেলোয়ার হোসেন (৪৬), পিতা: অজ্ঞাত, সাং: বহর, নন্দিরগাঁও ইউ/পি, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, প্রচার ও প্রকাশনা সম্পাদক, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।

৫০. আমিনুর রহমান চৌধুরী (৪০), পিতাঃ শাইস্তা চৌধুরী, সাং: বিন্নাকান্দি, ফতেহপুর ইউ/পি, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫১. রঞ্জিত কুমার চন্দ্র সন্তুস (৪৮), পিতা: অজ্ঞাত, সাং: গোয়াইন, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, ১২ নং সদর ইউ/পি, সহ দপ্তর সম্পাদক, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫২. হাজী নজরুল শিকদার (৪০), পিতা: অজ্ঞত, সাং: বাউরভাগ হাওর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, কুষাদক্ষ, গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫৩. আলাউদ্দিন (৪৬), পিতা: অজ্ঞত, সাং: নয়াগ্রাম, ৬ নং ফতেহপুর, থানাঃ গোয়াইনঘাট, জেলা: সিলেট, সদস্য গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫৪. হাজী মাসুক আহমদ (৫০), পিতা: অজ্ঞাত, সাং: হাদারপাড়, রস্তমপুর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, সদস্য গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ, ৫৫. আব্দুল বাছিত রুমান (৩২), পিতা। অজ্ঞাত, সাং। মোরামুরি (জয়নগর), থানা। গোয়াইনঘাট, জেলা: সিলেট, সভাপতি সিলেট মহানগর ছাত্রলীগ।৫৬. গোলাম জিলানী (৩৫), পিতাঃ অজ্ঞাত, সাং। গোয়াইনঘাট, থানা। গোয়াইনঘাট, জেলা। সিলেট, ১২ নং সদর ইউ/পি, সদস্য গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫৭. আনিছুর রহমান তিতাস (৪২), পিতা। অজ্ঞাত, সাং। গোয়াবাড়ী, মদিনা মার্কেট, জালালাবাদ, বর্তমান ঠিকানা: তালতলা সাবেক বসুন্দরা প্রেস গলি, অর্থ বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর, যুবলীগ।৫৮. সাহাব উদ্দিন (৪৭), পিতা: অজ্ঞাত, সাং। বিন্নাকান্দি, ফতেহপুর, থানা। গোয়াইনঘাট, জেলা: সিলেট, সদস্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৫৯. ইদ্রীছ আলী (৫০), পিতাঃ অজ্ঞাত, সাং। গারো, আলীরগাঁও, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, সদস্য গোয়ইনঘাট উপজেলা আওয়ামীলীগ।৬০. আখলিছ মিয়া (২৫), পিতাঃ নুরুল ইসলাম, সাং। চান্দাই, থানা। এয়ারপোর্ট, জেলা: সিলেট, ছাত্রলীগ নেতা।৬১. গোলাপ মিয়া (৪৮), পিতা: অজ্ঞাত, সাং: আঙ্গারজুর, নন্দীরগাঁও ইউ/পি, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, সহ সভাপতি গোলাইনঘাট উপজেলা আওয়ামীলীগ।

৬২. জনি (২৫), পিতাঃ সিকন্দর, সাং: শেখঘাট, ইত্যাদি পয়েন্ট, থানা। কোতোয়ালী, জেলা: সিলেট, যুবলীগ কর্মী।

৬৩. হেলাল উদ্দিন (২৮), পিতা: বাবুল মিয়া, সাং: পশ্চিম তারুখাল (ভাঙ্গারপাড়), সরকারী মাদ্রাসার পার্শ্বে, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, যুবলীগ কর্মী, গোয়াইনঘাট উপজেলা।৬৪. গুলজার আহমদ জগলু (৪৪), পিতা: মইন উদ্দিন, সাং: দক্ষিণ কুশিঘাট, ২৭ নং ওয়ার্ড, আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক।৬৫. এনামুল হক (৫০), পিতা: ময়না মিয়া, সাং: গার্ডেন টাওয়ার, থানা: কোতোয়ালী, আওয়ামীলীগ নেতা।৬৬. আব্দুস সামাদ (৫৪), পিতা: নিমর আলী, সাং: আরামবাগ, এমসি কলেজ, থানা: শাহপরান (রাঃ), জেলা: সিলেট, আওয়ামীলীগ নেতা।৬৭. মিসবাহ উদ্দিন (৪০), পিতাঃ কুদরত উল্লাহ, সাং: ভৌবাড়ী, ইউ/পি: ডৌবাড়ী, থানাঃ গোয়াইনঘাট, জেলা: সিলেট, সাধারণ সম্পাদক, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, ৬৮. শাহিন আহমদ (৩২), পিতা মো: আব্দুল্লাহ, সাং: নন্দিরগাঁও, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট, সেচ্ছা সেবকলীগ।৬৯. মিজানুর রশিদ (৫০), পিতা মৃত: আব্দুর রহমান, সাং: রুবি নগর, পোঃ পূর্ব শাবাজপুর, থানা: বড়লেখা, জেলা: মৌলভী বাজার।

৭০. আব্দুল হামিদ (৪৩), পিতা মৃত। জুবেদ আলী, সাং। হিংলী, আনসার মহল্লা, ব্যথা, খানা। গোলাপগঞ্জ, জেলা। সিলেট, বাঘা ইউ/পি আওয়ামীলীগ সদস্য।৭১. সোহেল আহমদ (৪২), পিতা: আব্দল আলি, সাং। দড়ার পার, থানা। ছাতক, জেলা। সুনামগঞ্জ, ছাতক উপজেলা যুবলীগ সহ-সভাপতি।৭২. মুহিবুর রহমান জাহাঙ্গীর (৪১), পিতা। মুজিবুর রহমান, সাং চেয়ান বাউর, খানা। ছাতক, জেলা। সুনামগঞ্জ, ছাতক উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক-বর্তমান ৮ নং দক্ষিণ খুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

৭৩. আবু সাঈদ অভি (৩২), পিতা- মুহিবুর রহমান সাদ্দাম, সাকিন। বাঘা ইসলামাবাদ, গোলাপগঞ্জ, সিলেট, যুবলীগ সদস্য।৭৪. আব্দুল হান্নান (৫৭), পিতা। মোজাফফর আলী, সাং। মৌলভীগাঁও, পোঃ মিররগাঁও, থানা। বিশ্বনাথ, জেলা। সিলেট, আওয়ামীলীগ নেতা।৭৫. রনজিত কুমার চন্দ্র (সভুস) (৫০), পিতাঃ অজ্ঞাত, সাং। গোয়াইন, সহ দপ্তর সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ।

৭৬. ফারুক আহমদ (৩২), পিতাঃ মহিউদ্দিন, সাং: পশ্চিম বেলাগাঁও, থানা। জুড়ি, জেলা। মৌলভী বাজার, থানা যুবলীগ নেতা।৭৭. নুরুজ্জামান জুয়েল (৩৯), পিতা: মনু মিয়া, সহ সেক্রেটারি, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, শেখঘাট, সিলেট। মাসুম আহমদ (৩০), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: রিকাবীবাজার, স্থায়ী ঠিকানা: নেত্রকোনা, যুবলীগ ক্যাডার।৭৯. জুয়েল (৩২), পিতা: অজ্ঞাত, তালতলা, সিলেট, ছাত্রলীগ ক্যাডার।৮০. রেদোয়ান আহমদ বাপ্পি (৪০), জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক, জেলা যুবলীগ, পিতা: সৈয়দ উল্লাহ, সাং: শেখঘাট, সিলেট।৮১. নোমান হোসেন বাবু (২৫), পিতা: সিরাজ মিয়া, সাং: শামীমাবাদ ১নং রোড, সিলেট। যুবলীগ নেতা, সিলেট।৮২. ফখরুল ইসলাম (৪৫), পিতা: ইছরাক মিয়া, সাং: উমদারপাড়া, থানা: এয়ারপোর্ট, যুগ্ম সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ।৮৩. মোঃ আব্দুল হালিম মনা (২০), পিতাঃ হোসেন মিয়া, সাংঃ বামপাশা, থানাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট, বর্তমান: শামীমাবাদ, সিলেট, যুবলীগ নেতা।মশিউর ইসলাম মামছু (২০), পিতাঃ আতাউর রহমান, গ্রাম: তিলকপুর পূর্বপাড়া, থানাঃ জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ, বর্তমান: ১নং রোড শামীমাবাদ, সিলেট, তেলীহাওর গ্রুরুপ।৮৫. আকাশ ঘোষ (২৫), পিতা মৃত: তপু ঘোষ, সাং: শামীমাবাদ, সিলেট, রঞ্জিতগ্রুপ, ৮৬. আনিছুর ইসলাম মুন্না (২৩), পিতা। আব্দুল কাহার ফজলু, সাং। বাজাপুর, থানায় বালাগঞ্জ, জেলা। সিলেট, বর্তমান। শামীমাবাদ, সিলেট, তেলীহাওরুপ তালতলা,৮৭. বাবুল আহমদ (৪০), পিতা মৃত। ছিদ্দেক আলী, সাং:লেংড়া, থানা: গোয়াইনঘাটি, জেলা: সিলেট, যুবলীগ কর্মী।৮৮. খন্দকার রেজাউল করিম (৪৪), পিতা মৃত: খন্দকার রমজান আলী, সাং। গৌরীশংকর, যুবলীগ কর্মী।

৮৯. মোঃ আব্দুল্লাহ (৪৫), পিতা মো। আমীর আলী, সাং: কমলা বাড়ী, আওয়ামীলীগ কর্মী,৯০. নাছির উদ্দিন (৩৮), পিতা। আক্কেল আলী, সাং। গোয়াবাড়ী, সর্ব উপজেলা। জৈষ্মপুর, জেলা। সিলেট, যুবলীগ কর্মী। অজ্ঞাতনামা আরও গং ২০০-৩০০ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।