সিলেট মহানগর যুব জমিয়তের বৈঠক অনুষ্ঠিত

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“curves”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
সুরমা টাইমস রির্পোট : যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কার্যনির্বাহী পরিষদের বৈঠক গতকাল বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বাদ এশা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদারের পরিচালনায় বৈঠকে অতিথি হিসাবে রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক চৌধুরী,জমিয়ত নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সহ সভাপতি আফজল হোসাইন খান,সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, যুবনেতা রেজাউল হক এলএল বি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ ফুয়াদী, অর্থ সম্পাদক মাওলনা রেজওয়ান আহমদ চৌধুরী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, এম ফয়সল আহমদ, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মনির উদ্দীন, এম বশির আলী, মাওলানা ইমাম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।