সুরমা টাইমস ডেস্ক : প্রতি বছর এ কে এম শমিউল আলম মেধা বৃত্তি ফান্ড থেকে আইনজীবী সন্তানদের কে বৃত্তি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর মেধাবী দের মধ্যে থেকে যারা এস এস সি তে এবং এইচ এস সি তে সেরা হয়েছে তাদের বৃত্তি প্রদান করা হয়। এবছর এস এস সি তে এডভোকেট আতিকুর রহমান এর মেয়ে ফারিয়া রহমান জান্নাত কে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আইনজীবী সমিতির ৪ নং হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বার কাউন্সিল এর সদস্য এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন এডভোকেট মুসলেহ উদ্দিন, এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট মফিজুর রহমান, এড এম আর খান মুন্না, এড জাহাঙ্গীর আলম, এড মোফাজ্জল হোসেন চৌধুরী, এড ফরহাদ খন্দকার, এড প্দ্মাসেন সিংহ, এড আব্দুল্লাহ আল হেলাল প্রমূখ।
- ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু: তারেক রহমান
- অনুপ্রবেশকারীদের টার্গেট সিলেট সীমান্ত- ৩৫ দিনে ৩৩ জন বিজিবির হাতে আটক