সিলেটে সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে শাহপরান থানা পুুলিশ।

আটককৃতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার ছুরিচালন গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. হৃদয় (২২) ও বুলুয়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২)।

গতকাল শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসএমপির গণমাধ্যম শাখা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরমা বাইপাস পয়েন্ট থেকে কাভার্ড ভ্যানটিকে করা হয়।

এরপর তল্লাশি চালিয়ে ২৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৯২৬ পিস ভারতীয় শাড়ি সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের প্রসাধন সামগ্রীসহ ৩০ লাখ টাকা মূল্যের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।এসময় ভ্যানের ড্রাইভার ও হেল্পারকেও আটক করা হয়।

জিজ্ঞসাবাদের তারা স্বীকার করেছে যে, জব্দকৃত মালামালের মালিক জৈন্তাপুর থানার হরিপুরের একলাস, আবুল চৌধুরী ও হেমু হাউদপাড়ার আব্দুল খালিক।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।