সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে।
স্থানীয় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার প্রশ্নে আগের সরকারে আমাদের অবস্থান যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই।’
অপর এক প্রশ্নে মিলারের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তারা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলেন। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য বা আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? এ ধরনের বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কি না?
জবাব মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়েনি। কাজেই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’
অপর এক প্রশ্নে বলা হয়, অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণ করতে চাইছে বলে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ওপর এ ধরনের পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’