যুক্তরাষ্ট্রে পাঠানোর নামে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচারচক্র

সুরমা টাইমস রিপোর্টার : যুক্তরাষ্ট্রে পাঠানোর নাম করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিলেটের একটি মানব পাচারকারীচক্র । যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরির  কথা বলে ফাঁদে ফেলা হয় আশিক আলী  ও তার পরিবারকে। এই চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন ভুক্তভোগীর পরিবার । এই চক্রের মুল হোতা দেলওয়ার হুসেন। যতদূর জানা যায় তার বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায়।

নগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা ভুক্তভোগী আশিক আলী জানান, তাঁর ছেলে জাকারিয়াকে আমেরিকায় পাঠানোর নামে ৩ লাখ টাকা নেয়  দেলোয়ার হোসেন। বিনিময়ে আশিক আলীকে ডকুমেন্ট হিসেবে  তার নামে তিন লক্ষ টাকা লিখে সিটি ব্যাংকের একটি চেক প্রদান করে। চেক নং- ১২০১৭৮০২৪০০০১, এ ছাড়া আর কোন ডকুমেন্টস দেন নি।

অভিযুক্ত প্রতারক চক্রের প্রধান দেলোয়ার হোসেন সিন্ডিকেটের সেকেন্ড-ইন কমান্ড সিরাজকে নিয়ে দীর্ঘদিন যাবত এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তারা। দেলোয়ার ও সিরাজ তারা আমেরিকায় না পাঠিয়ে এখন অপহরণ করে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী আশিক আলীর বেকার এক ছেলেকে আমেরিকায় কাজের স্বপ্ন আর পরিবারের আয় বাড়াতে নিজের বাড়ি -জমি-জমা,স্বর্ণালংকার,বিক্রি করে তাদের হাতে ৩ লক্ষ টাকা তুলে দেন। উক্ত দেলোয়ার একজন প্রতারক এবং মিথ্যাবাদী লোক। তাদের প্রতারণায় ও প্রবাস জীবনের স্বপ্ন ভঙ্গ হওয়ায় ও নিজের গাড়ি বাড়ি সব কিছু হারিয়ে বাসা বাড়া নিয়ে আছে ভূক্পতভোগী পরিবারটি,। তাদের দাবি টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আমেরিকা না পাঠিয়ে তাদের সর্বস্ব আত্মসাৎ করিয়া সম্পদের পাহাড় গড়াই দেলোয়ারের পেশা। এ ব্যাপারে ভুক্তভোগী আশিক আলীর ছেলে জাকারিয়া  অভিযোগ করে বলেন, আমার মতো শত শত বেকার যুবকদের সাথে এভাবে প্রতারণা করে যাচ্ছে। তাদের খপ্পরে পড়ে আজ আমার পরিবার সর্বস্বান্ত। আমেরিকার জন্য তাদের কাছে জমা দেওয়া টাকা ফেরত চাইলে দেলোয়ার ও সিরাজ  উল্টো নির্যাতন ও চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। তাছাড়াও তিনি পুলিশেরও ভয়ভীতি দেখান। আমরা এর ক্ষতিপূরণ ও বিচার দাবি করি। এমতাবস্থায় সংশ্লিষ্ট আদম ব্যবসায়ী দেলোয়ার ও সিরাজের নিকট দেওয়া টাকা ফেরত ও বিচারের আওতায় আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে আদম বেপারি দেলোয়ারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি জানুয়ারী মাসে তাদের টাকা দিবো।তাছাড়া আমি ইন্ডিয়াতে আছি বলে ফোন কেটে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।