জেলা ও মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দুই পদে ব্যারিস্টার আদনান!

সুরমা টাইমস ডেস্ক : ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। সিলেটের প্রবীণ রাজনীতিবিদ এম এ হকের ছেলে। সদ্যঘোষিত সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেয়েছেন সহ-সভাপতি পদে। তবে তিনি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকও। জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় গত বছরের মার্চে। এবার মহানগরের গুরুত্বপূর্ণ পেয়ে আলোচনায় এসেছেন আদনান। তবে কীভাবে তিনি মহানগর বিএনপির সহসভাপতির পদ পেলেন- তা জানেন না সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

জানা যায়, ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট বিএনপির এই ইউনিট। এর এক বছর পর ২০২৩ সালের মার্চে ঘোষিত হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হয় ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে।

এদিকে, গত বছরের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। এর ২০ মাস পর সোমবার (৪ নভেম্বর) ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি। তবে এ কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। এ বিষয়ে সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী সোমবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- তিনি (আদনান) কীভাবে সহসভাপতির পদ পেলেন আমার জানা নেই। তবে একসঙ্গে তার দুটি দায়িত্ব পালনের সুযোগ নেই। যে কোনো একটি ছাড়তে হবে। ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের বাবা মোহাম্মদ আব্দুল হক (এমএ হক) মৃত্যুর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। সিলেট বিভাগের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতি প্রতিষ্ঠা করতে যারা নিরলসভাবে কাজ করে গেছেন তাদের মধ্যে অন্যতম হলেন এম এ হক। তিনি  সিলেটের রাজনৈতিক অঙ্গনে ‘হক সাব’ নামে বেশি পরিচিত ছিলেন। এম এ হক করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩ জুলাই সকাল সাড়ে নয়টার সময় সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে এম এ হক সফলভাবে সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।