সিলেটে নিলামে ক্রয়কৃত চিনি ছিনতাই,শাহপরান থানায় মামলা

সুরমা টাইমস ডেস্ক : সিলেটে এবার নিলামে ক্রয়কৃত চিনি ছিনতাই করেছেন জামায়াত নেতা ও সিসিকের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শাহিন আহমদ। সাড়ে ১১ লাখ টাকার চিনি ছিনতাইয়ের অভিযোগে শাহপরান থানায় অভিযোগ দায়ের করেছেন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন। মঙ্গলবার অভিযোগটি দায়ের করেন। অভিযোগে তিনি ৯ জনকে অভিযুক্ত করেছেন। এদের মধ্যে রয়েছেন- ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর জামায়াত নেতা সোহেল আহমদ রিপন ও কুশিঘাট এলাকার আব্দুল বাছিতের ছেলে শাওন, ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শাহিন আহমদ, একই এলাকার আলাল মিয়া। অন্যরা হলেন- কুশিঘাট এলাকার মকবুল আহমদ, মনসুর আহমদ, উজ্জ্বল, আফজল ও উসমান।

অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ করেন- কানাইঘাট থেকে সরকারি নিলামে ক্রয় করা তার সাড়ে ১১ লাখ টাকার ২১১ বস্তা ভারতীয় চিনি কুশিঘাটের পুষ্টি বেকারিতে বিক্রির জন্য গত ২৭শে সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কুশিঘাট নিয়ে আসে। তখন গাড়ির চালক মাহবুব ও ট্রাকের সহকারীকে প্রাণনাশের ভয় দেখিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত মকবুল মনসুর উজ্জ্বল আফজল ও উসমান গাড়ির চাবি কেড়ে নেয়। তাদের নির্দেশে ড্রাইভার ও হেল্পার ২১১ বস্তা চিনি অন্য একটি ঘরের সামনে নিয়ে আনলোড করে। তারা এ ঘটনা প্রকাশ করলে ড্রাইভার ও হেল্পারকে হত্যা করে লাশ গুমের হুমকি ও চাবি ফেরত দেয়। তিনি অভিযোগে উল্লেখ করেন, খবর পেয়ে তিনি কুশিঘাট এলাকায় এসে বিস্তারিত খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন শাওন, রিপন, শাহিন ও আলাল মিয়ার নির্দেশেই ছিনতাইকারীরা কাজটি করেছে। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ছিনতাইকারী ছিল। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় অভিযোগকারী দেলোয়ার হোসেন জানান, নিলামে ক্রয় করা চিনি ছিনতাইয়ে জড়িত জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর রিপন এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহিন। সেই সঙ্গে তাদের সহযোগী ছিনতাইকারী চক্র। আমি ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করছে না রহস্যজনক কারণে। এদিকে সিলেট সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন বলেন, এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত একটা অভিযোগ। আমি কি ওয়ার্ডবাসীসহ সিলেট সিটি করপোরেশনে কর্মরত সবাই জানেন। একটি মহলের ষড়যন্ত্রে আমার নাম আসামির তালিকায় দেয়া হয়েছে। অভিযোগকারীর সঙ্গে আমার কোনো চেনাজানা নেই। বিএনপি নেতা শাহিন আহমদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা ষড়যন্ত্রমূলক। চিনি ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।