সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ পেলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

দেশের ১৮তম ও সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।গত ৩ অক্টোবর ২০২৪ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যাল-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন প্রেরিত এক এ তথ্য জানানো হয়।

উক্ত পত্রে বলা হয়, “বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১০ মোতাবেক মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বটেশ্বর, সিলেট-৩১০৪ এর অনূকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র নির্দেশক্রমে প্রদান করা হলো।“

উল্লেখ্য, ২০০৩ সালের ৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের সাময়িক সনদ নিয়ে বিশিষ্ষ্ট শিক্ষানুরাগী ও উদ্যোক্তা ড. তৌফিক রহমান চৌধুরী প্রচেষ্ঠায় শিক্ষা কার্যক্রম শুরু করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। শুরুতে নগরের জিন্দাবাজারের একটি ভবনে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

২০১৯ সালে সিলেটের বটেশ্বর এলাকায় স্থাপিত হয় স্থায়ী ক্যাম্পাস।

বিগত ২১ বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহন করে গ্র্যাজুয়েটরা দেশে বিদেশের প্রতিথযশা প্রতিষ্ঠানসমূহে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন।

৪ টি অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, আইন ও বিচার, ইংরেজী এবং অর্থনীতি এ ৭টি বিভাগ রয়েছে। ইতোমধ্যে ৩ টি সফল সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ৪র্থ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে ১১৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেশের ১৮ তম ও সিলেটের প্রথম স্থায়ী সনদ প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

স্থায়ী সনদ প্রাপ্তিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগসমূহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্ট্রাস্টিজ, বোর্ড অব এডভাইজর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, তাদের অভিভাবকসহ শুভানুধ্যায়ীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

 

 

—বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।