সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগ এখন দেশের জনগণের আস্থার প্রতীক। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। বিশ্বের অনেক নেতারাও এখন শেখ হাসিনাকে অনুকরণ করছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চলমান থাকবে।
তিনি সোমবার (১ জানুয়ারি) নৌকার সমর্থনে দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভা ও নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ শেষে সন্ধায় আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আমার চাওয়া-পাওয়া কিছুই নেই। আপনাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায় কাজ করে যাবো। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবেসে নৌকা প্রতীক দিয়েছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিতে চাই।
ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আজাদুর রহমান রতন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বিমান বিহারী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সুখাইড় রাজাপুর উওর ইউপি চেয়ারম্যান নাসরিল সুলতানা দিপা, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম, সাংবাদিক ওলি উল্লাহ সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
- শিক্ষার্থীদের পাশে সারা বাংলা’র গোলাপগঞ্জ উপজেলা কমিটি গঠন
- ৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়: খন্দকার মুক্তাদির