গ্রেফতার এড়াতে আত্মহত্যার হুমকি তমিজী হকের, ফিরে গেল র‌্যাব

সুরমা টাইমস ডেস্কঃ

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও “মানবিক বাংলাদেশ সোসাইটি”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হককে গ্রেফতারে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। ফৌজদারি মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের চেষ্টার সময় আদম তমিজী আত্মহত্যার হুমকি দেন; পরে সেখান থেকে ফিরে আসে র‌্যাব।

এদিন রাত সাড়ে ১১ টার দিকে তমিজী হককে গ্রেফতার না করার বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, রাত ৯টার দিকে র‌্যাব–১ এর একটি দল আদম তমিজী হকের বাসায় অভিযান শুরু করে। একপর্যায়ে গ্রেফতার করা হলে আত্মহত্যার হুমকি দেন তমিজী। এমনকি স্ত্রীকেও হত্যার হুমকি দেন এই ব্যবসায়ী। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি।

খন্দকার আল মঈন বলেন, এক বিদেশি নাগরিক তমিজীর বাসায় অবস্থান করছেন। তবে তিনি তার বন্ধু বলে জানা যায়।

ওই লাইভে দেখা যায়, তমিজী তার বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করছেন। লাইভে শ্রমিকদেরও ডাকেন তিনি।

তমিজী হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। গুলশানের ১১১ নম্বর রোডের ৮নম্বর ওই বাসাটি ঘিরে রাখা হয়েছে।

সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করেন তমিজী হক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে তার।

এর আগে তিনি দুবাই ও সৌদি আরব অবস্থানের সময় ফেসবুক লাইভে এসে নিজের ব্যবসায়িক ক্ষতি এবং দখলের অভিযোগ এনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আদম তমিজী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি ফেসবুক লাইভে এসে বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন তিনি।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।