সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বদিউজ্জামান। তিনি গত ৩০শে অক্টোবর কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্বপালন করেন। তার জন্মস্থান ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
এদিকে বালাগঞ্জ থানায় যোগদান উপলক্ষে তিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে গতকাল সোমবার (১৩ই নভেম্বর) বিকালে মতবিনিময় করেছেন।
এসময় তিনি বালাগঞ্জবাসীকে সাথে নিয়ে মিলেমিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বিশেষ করে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। এসময় বালাগঞ্জ থানার ওসি তদন্ত ফয়েজ আহমদ তার সাথে ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন শাহীন, রজত চন্দ্র দাস ভুলন, মো. জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আবুল কাশেম অফিক, আব্দুল কাদির, এসএম হেলাল, আবুল হোসেন ইমন, রাজিন আহমদ, জাকির হোসেন, তারেক আহমদ, জাহেদ মিয়া প্রমুখ।